নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে
মৌলভীবাজারে ছাত্রদলের মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ৭:৪৬ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
ছাত্রদলের সকল নেতাকর্মীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা (একাংশ)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় মিছিলটি শহরের চৌমোহনা থেকে শুরু করে কুসুমবাগস্থ এসআর প্লাজার সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারওয়ার মজুমদার ইমন, জি.এম মুক্তাদির রাজু, তপোধীর রায় বরুণসহ সহ সকল নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত প্রদানের আহ্বান জানান।