কেরানীগঞ্জে শিশুসহ একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ৭:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে শিশুসহ একই পরিবারের চার জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুরের একটি বাসা থেকে থানা পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ এবং নিহতদের নাম জানা যায়নি। মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় পানসুমিয়ার সাত তলা বাড়ির দ্বিতীয় তলা থেকে আনুমানিক সাত ও পাঁচ বছর বয়সের দুটি শিশু ও তাদের মা-বাবার লাশ উদ্ধার করা হয়। মুখ বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে তাদের।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, তাদের ২ দিন আগে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় পানসুমিয়ার সাত তলা বাড়ির দ্বিতীয় তলা থেকে আনুমানিক সাত ও পাঁচ বছর বয়সের দুটি শিশু ও তাদের মা-বাবার লাশ উদ্ধার করা হয়। মুখ বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে তাদের।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, তাদের ২ দিন আগে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।