‘গণপদত্যাগ’ থেকে পিছু হটলেন সিলেট ছাত্রদল নেতাকর্মীরা
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ৭:১৭ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
গণপদত্যাগ থেকে পিছু হটলেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতাকর্মীরা। কিছুদিন আগে সিলেট ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকেই বিদ্রোহ দেখা দেয় ছাত্রদলে।
ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এই সময়ের মধ্যে নবগঠিত কমিটির সঙ্গে দু’দফা বিদ্রোহীদের সংঘর্ষ হয়। এরই জের ধরে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ রয়েছেন কারাগারে। এমতাবস্থায় গত শনিবার সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দল ছাড়ার হুমকিও দেন বিদ্রোহী নেতকর্মীরা।
বিদ্রোহীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিটি বাতিল না হওয়ায় মঙ্গলবার গণপদত্যাগের লক্ষ্যে কর্মী সমাবেশ আহ্বান করেন পদবঞ্চিতরা। যথারীতি ভেন্যুও ঠিক করা হয়। মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর কুমারপাড়া মালঞ্চ কমিউনিটি সেন্টারে ‘গণপদত্যাগ’ শিরোনামে ব্যানার টানিয়ে মঞ্চ তৈরি করা হয়।
মিছিলে মিছিলে নেতাকর্মীরা এসে জড়ো হন সেখানে। নগরবাসীর দৃষ্ঠিও ছিলো সেদিকে। সকলের মধ্যে একটিই প্রশ্ন ঘোরপাক খাচ্ছিল- ‘তবে কি ভাঙছে সিলেট ছাত্রদল!’ এই প্রশ্নের উত্তর জানতে অবশ্য বেশি অপেক্ষায় থাকতে হয়নি নগরবাসীর। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া কর্মী সমাবেশ শেষ হয় সাড়ে ৪টায়।
সিলেট বিএনপির নেতৃবৃন্দ এতদিন নীরব থাকলেও বিদ্রোহীদের দমাতে সমাবেশ স্থলে আসেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সেই সঙ্গে উপস্থিত হন মহানগর বিএনপির সভাপতি এমএ হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ।
এছাড়া সমাবেশে উপস্থিত হন হন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল।
কর্মী সমাবেশের শুরুতেই বিদ্রোহীদের শান্তনা দিতে গিয়ে বক্তব্যে আবদুল আহাদ খান জামাল বলেন, ‘গণপদত্যাগ কোনো সমস্যার সমাধান হতে পারেনা। দলকে বাঁচাতে হলে গণপদত্যাগের সিদ্ধান্ত থেকে বিদ্রোহী নেতাকর্মীদের সরে আসতে আহ্বান জানান। বক্তব্যের বিরোধীতা করে উপস্থিত কর্মী সমর্থকরা শ্লোগান দিলে তাদের শ্লোগান বন্ধ করে বিএনপির নেতৃবৃন্দের কথায় মনোযোগ দেওয়ার আহবান জানান তিনি।
বিএনপির নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা আপনাদের আন্দোলনের একাত্মতা পোষণ করতে এসেছি। দলীয় চেয়াপারসনের সঙ্গে দেখা করে নবগঠিত কমিটি নিয়ে সমস্যা নিরসনের যুক্তিসঙ্গত সমাধানের আশ্বাস দেন তিনি।
তিনি বিদ্রোহী নেতাকর্মীদের পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত রেখে ন্যায় সঙ্গত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এরপর বিদ্রোহীদের পক্ষে আহমদ চৌধুরী ফয়েজ পদত্যাগ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তে উপস্থিত নেতাকর্মীদের সমর্থন চেয়ে বক্তব্য রাখেন। তার যুক্তিসঙ্গত বক্তব্যে নেতাকর্মীরাও সমর্থন দেন।
এভাবেই পরিসমাপ্তি ঘটে সিলেট ছাত্রদলের বিদ্রোহী গ্রুপের গণপদত্যাগ কর্মসূচির। কর্মী সমাবেশে সিলেট জেলা ও মহানগরের আওতাধীন সব কলেজ, পৌরসভা, উপজেলা ও ওয়ার্ড কমিটির বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।