সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ৬:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিরাজগঞ্জের সঙ্গায় বাস উল্টে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন কমপক্ষে ২২ জন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-রাজশাহী-বনপাড়া মহাসড়কে গোজা ব্রিজ-২ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাদিয়া (৪) নামে এক শিশুর পরিচয় পাওয়া গেছে। সে নওগাঁর আত্রাই উপজেলার ক্ষিদ্রবিশা গ্রামের বুলবুল আহমেদের মেয়ে। নিহত অন্য দুজনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম এমদাদুল হক জানান, ঢাকা থেকে রাজশাহীগামী নাবিলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা এলাকায় এলে চালক এর নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি মহাসড়কের ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত হয়। এ সময় আহত হন কমপক্ষে ২২ জন। আহতদের সিরাজগঞ্জ, সলঙ্গা ও নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু দিয়ে পার হওয়া উত্তর ও দক্ষিণবঙ্গগামী কয়েকশ’ যানবাহন আটকা পরে। পরে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ, সলঙ্গা থানা পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ করে প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় মহাসড়ক যানজটমুক্ত করে।