সিলেটের সেই অস্ত্রধারী পিষূষ দুই দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ৫:৫৪ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা :: সিলেটের বহুল আলোচিত অস্ত্রধারী যুবলীগ ক্যাডার পিষূষ কান্তি দে’কে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক সাহেদুল করিম শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনটি চাঁদাবাজির মামলায় গত ৩১ আগস্ট রাত ১০টায় সিলেট নগরীর তালতলা হোটেল ইস্ট এন্ড থেকে যুবলীগ ক্যাডার পিষূষকে গ্রেফতার করে কতোয়ালী থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কতোয়ালী থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, গত ২ সেপ্টেম্বর পিষূষকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। মঙ্গলবার আসামীর উপস্থিতিতে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।এদিকে, গ্রেফতারের পর থেকে পিষূষ কান্তি দে’কে অসুস্থতা দেখিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত ১৮ সেপ্টেম্বর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।