ধলাই নদীর প্রতিরক্ষা বাঁঁধের ৫০ স্থান ঝুঁকিপূর্ণ
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ৪:৪১ অপরাহ্ণ
জয়নাল আবেদীন, কমলগঞ্জ ::
আবারো টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিরক্ষা বাঁধের প্রায় ৫০ টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রোববার রাত থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত টানা বর্ষণে নতুন করে এই স্থানগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আতংকগ্রস্থ হয়ে পড়েছেন সংশ্লিষ্ট গ্রামের মানুষেরা।
জানা যায়, বর্তমানে ধলাইর স্রোত বিপদসীমা অতিক্রম না করলেও পানির তোড়ে বনগাঁও, কান্দিগাঁও, শিমুলতলা, দক্ষিণ কুমড়াকাপন, চৈতন্যগঞ্জ, সুরানন্দপুর, রামপাশা ও আলেপুরসহ প্রায় ৫০ স্থানের প্রতিরক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোন সময় ভেঙে যেতে পারে। ইতোমধ্যে বাঁধের বিভিন্ন জায়গায় ধ্বস নেমে প্রশস্থ বাঁধগুলো ক্রমশ ছোট হয়ে গেছে।
এলাকাবাসীর ধারণা, এভাবে নদীতে পানি বাড়তে থাকলে ঝুঁকিপূর্ণ বাঁধ সংলগ্ন এলাকার বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যেতে পারে। এতে কয়েকশ বাড়ীঘর ও হাজার হাজার হেক্টর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ধলাই নদীতে পানি বাড়লেও এখনো বিপদ সীমা অতিক্রম করেনি। তবে তিনি পানি আরও বাড়লে বিপদ সীমা অতিক্রম করবে ও প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে যাবে এমন আশংকাও প্রকাশ করে জানান, সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়ন থেকে রহিমপুর ইউনিয়ন পর্যন্ত কমপক্ষে ৫০ স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব স্থানে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে উপজেলা প্রশাসনও ঝুঁকিপূর্ণ স্থানে নজর রাখছে। তিনি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের উভয় তীরের ৫৫ কি.মি. এলাকার বাঁধ আগামী শীত মৌসুমে সংস্কার করা হবে বলে জানান।