কমলগঞ্জে একরাতে ১১টা গরু চুরি
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ৪:১৮ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়নক্ষেত্র গ্রামে এক রাতে দুটি বাড়ি থেকে বাচ্ছাসহ ১১টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনাটি ঘটে।
ইউপি সদস্য মদরিছ আলী জানান, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর বাড়ির গোয়াল ঘর থেকে বাচ্ছাসহ ৬টি গরু ও নরেশ শব্দকরের বাচ্ছাসহ ৫টি গরু চুরি করে নেয় চোরচক্র। আসন্ন ঈদকে সামনে রেখে গুরু চুরির তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে ধারনা করা হচ্ছে।
গরুর মালিক সাবেক ইউপি চেয়ারম্যান ইকবার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, এ ধরনের কোন ঘটনা শুনিনি এবং কেউ অভিযোগও করেনি। এরপরও তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।