শ্রীমঙ্গলে আবাসিক এলাকা থেকে অজগর উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ৪:০৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল জেটি রোড আবাসিক এলাকা থেকে অজগর সাপ উদ্ধার করেছে বন্য প্রাণী সেবাফাউন্ডেশনের কর্মীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সাপটি উদ্ধার করা হয়।
শহরতলীর জেটি রোডের জৈনকা ছড়ার পাড়ে আব্দুল মালিকের বসঘরের উপর বাঁশ ঝাড়ের মধ্যে বড় একটি অজগর সাপটিকে দেখতে পান স্থানীয় লোকজন। পরে লোকজন লাটি সোটা নিয়ে সাপটিকে মারতে গেলে সাপও তাদের দিকে তেড়ে আসে। ঘটনার খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সিতেশ রঞ্জন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একদল কর্মী নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বাঁশ ঝাড়ের অগ্রভাগ থেকে অজগরটিকে নামিয়ে জব্দ করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন ।
এলাকাবাসীর ধারনা পাহাড়ি ঢলের পানিতে লাউয়াছড়া বন থেকে হয়তো সাপটি ভেসে এসে এখানে আশ্রয় নিয়েছিল।
তবে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সিতেশ রঞ্জন দেব জানান, পাশাপাশি এলাকা থেকে গত কয়েকদিনে আরো তিনটি অজগর ধরা পড়েছে। উদ্ধারকৃত সাপগুলোকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হবে।