ব্রিটেনের ডিটেনশন সেন্টারে নিহত বিশ্বনাথের রুবেলের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ৯:১৫ পূর্বাহ্ণ
ব্রিটেনে মর্টন ডিটেনশন সেন্টারে নিহত বিশ্বনাথের যুবক রুবেল আহমদের লাশের দাফন সম্পন্ন হয়েছে। রোবার সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তজার্তিক বিমান বন্দরে তার লাশের কফিন এসে পৌঁছেলে তার পরিবারের সদস্যরা লাশটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ কয়েছ চৌধুরী, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনম শফিকুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, নিহত রুবেলের ভাই রুহেল আহমদ, চাচাত ভাই এনামুল হক মেম্বার।
রোবার বাদ আসর লামাকাজি ইউনিয়নের সৎপুর কামিল মাদরাসা মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে রুবেলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
গত শুক্রবার নিহত রুবেলের লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করে ব্রিটেন সরকার।
নিহত রুবেল প্রায় সাড়ে ৫ বছর পূর্বে (২০০৯ সালে) ওয়ার্কিং হলিডে মেকার ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে প্রায় ২ বছর বৈধভাবে কাজ করার পর তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর সে স্থায়ীভাবে বসবাসের জন্য আইনজীবীর মাধ্যমে ‘এসাইল্যাম’ করে। গত ২২ রমজান ব্রিটেনের কেন্ট সিটির একটি রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় তাকে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। গত ৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় রুবেল অসুস্থ হয়ে পড়ে। এরপর রাতে তাকে একটি রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখে নিরাপত্তারক্ষীরা। গভীর রাতে রুবেল দরজায় ধাক্কা ও চিৎকার করতে থাকলে আশপাশের রুমের লোকজন তালাবদ্ধ দরজা খুলে দিতে কর্তৃপক্ষকে বলে। রাত প্রায় ১টার দিকে দরজা খুলে কর্তৃপক্ষ। ততক্ষণে রুবেল নিস্তেজ হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।