৫- ১৫ অক্টোবর ইলিশ ধরা বন্ধ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ৮:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
প্রজনন মৌসুম হওয়ায় আগামী ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ এবং বাজারজাত নিষিদ্ধ করেছে সরকার। আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ সংরক্ষণ ও মাছের ডিম ছাড়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।