সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলায় ১১ কোটি ৫৭ লাখ টাকা কর আদায়
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ৭:১৭ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে ৭ দিন ধরে চলে আয়কর মেলা। হরতাল ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেও মেলায় ছিল উপচে পড়া ভিড়।
এক সপ্তাহ ধরে চলা মেলা ২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। বিকেল ৫টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান।
সাতদিনব্যাপী এই মেলায় সিলেট কর অঞ্চলে ১১ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ১৭৬ টাকা আয়কর আদায় হয়েছে বলে জানিয়েছেন সিলেটের উপ কর কমিশনার শান্ত কুমার সিংহ। তিনি বলেন, সপ্তাহব্যাপী মেলায় সিলেট কর অঞ্চলে সেবা নিয়েছেন ৬ হাজার ২৮১ জন, রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৫১৭ জন, নতুন করদাতা হয়েছেন ৩২২ জন এবং পুরোনো কারদাতাদের মধ্যে (পুনরায়) ইটিআই রেজিস্ট্রেশন করেছেন ২১৬ জন।
সরেজমিনে দুপুরে মেলা ঘুরে দেখা গেছে, মেলা প্রাঙ্গনে প্রবেশকালে ডানে অনুসন্ধান আর বামে রিসিপশন ডেস্ক। মহিলা ও বয়স্কদের জন্য রাখা হয়েছে ৮ নম্বর বুথ। এছাড়া বাকি সাতটি বুথ সিলেট বিভাগের ৪ জেলাকে ১ থেকে ২২ সার্কেলে ভাগ করে চলেছে আয়কর সেবার কাজ। রযেছে হেল্প ডেস্ক। যেখানে বসে নির্বিঘ্নে যে কেউ নিতে পারছেন সেবা।
এছাড়া একপাশে রয়েছে ই-পেমেন্ট বুথ, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, আইনজীবী ও ট্যাক্স অ্যাডভান্স বুথ। ফটোকপি সুবিধা ছাড়াও ছিল ফুড কর্নার।
মেলার এক কোনে থাকা নিয়ন্ত্রণ কক্ষে সিলেটের কর কমিশনার মাধব চন্দ্র দেবসহ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারের সঙ্গে দেখা হয়। সিলেটের কর কমিশনার মাধব চন্দ্র দেব বলেন, আয়কর প্রদান নিয়ে মানুষের মধ্যে অনেক সময় ভ্রান্ত ধারণা কাজ করতো। লোকজনকে সচেতন করে তুলতে মূলত দেশব্যাপী মেলার আয়োজন। মেলার মাধ্যমে সিলেট অঞ্চলের মানুষকে সেবা দিতে পারায় আমরাও আনন্দিত।
মেলার মাধ্যমে মানুষ আরো বেশি বেশি করে কর দিতে উদ্যোগী হবেন আশাবাদ ব্যক্ত করেন তিনি।