টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ৭:০২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক দাম ৬০ লাখ টাকা। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৫টার দিকে লেদা বিওপি চৌকির নায়েক সুবেদার আতাউর রহমানের নেতৃত্বে জওয়ানরা লেদা স্টেশন এলাকা থেকে এগুলো উদ্ধার করে।
বিজিবির ৪২ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক দাম ৬০ লাখ টাকা বলে জানান তিনি।
বিজিবির এই অধিনায়ক আরও জানান, ইয়াবাগুলো আপাতত বিজিবি ব্যাটালিয়নে রাখা হবে এবং পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।