ফেসবুক ফ্রি-ই থাকছে !
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ৬:৪২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ফেসবুক ব্যবহারের ওপর মাসিক খরচ দিতে হবে বলে সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা হচ্ছে। নভেম্বর মাস থেকে ফেসবুক ব্যবহারে মাসিক ২.৯৯ মার্কিন ডলার করে খরচ করতে হবে, হয়তো এমন খবরও ফেসবুকে কিংবা ইন্টারনেটে অন্য কোনো ওয়েবসাইটে আপনার চোখে পড়তে পারে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ বলছে, এই গুজবে কান দেবেন না। ফেসবুক ব্যবহারকারীদের বিনা মূল্যেই সেবা দিয়ে যাবে। এর জন্য কোনো ফি দিতে হবে না।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্রূপাত্মক ওয়েবসাইট ন্যাশনাল রিপোর্ট ফেসবুক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে; যাতে দাবি করা হয়েছে, নভেম্বর মাস থেকে ফেসবুক ব্যবহারের জন্য অর্থ খরচ করতে হবে। বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, ন্যাশনাল রিপোর্টে ফেসবুক নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ কাল্পনিক।
ন্যাশনাল রিপোর্টের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ফেসবুক একটি সংবাদ সম্মেলন করেছে, যেখানে ফেসবুক ব্যবহারকারীদের প্রতি মাসের খরচ নির্ধারণ করেছে। নভেম্বর মাস থেকে ২.৯৯ ডলার করে ফি দিয়ে তবেই ফেসবুক ব্যবহার করা যাবে।
ন্যাশনাল রিপোর্টের ওই প্রতিবেদনে জাকারবার্গের বানোয়াট উদ্ধৃতিও ব্যবহার করেছে; যাতে বলা হয়েছে, ‘ফেসবুক ব্যবহারের ওপর চার্জ বসানোর বিষয়টি নিয়ে দীর্ঘ ও ভালোভাবে চিন্তা করে দেখেছি এবং শেষ পর্যন্ত চার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখনকার খরচ যেভাবে বেড়েছে তা মেটাতে আমরা যদি কোনো ব্যবস্থা না নিই, ভবিষ্যতে ফেসবুকের অস্তিত্ব থাকবে না।’
ন্যাশনাল রিপোর্টের এই প্রতিবেদনটি নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
ফেসবুকের একজন মুখপাত্র প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট আরস টেকনিকাকে জানিয়েছেন, পাঠকদের মজা দেওয়ার জন্য সত্যিকারের সংবাদকে খানিকটা বা আমূল পরিবর্তন করে কিছুটা ভুয়া ও বানোয়াট সংবাদভিত্তিক খবরের জন্য একটি ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার ট্যাগ ব্যবহার করতে শুরু করেছে ফেসবুক। সম্প্রতি এই ফিচার যুক্ত হয়েছে ফেসবুকে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীরা ব্যঙ্গাত্মক বা ‘স্যাটায়ারধর্মী’ লেখাগুলো আলাদা করে পড়তে চান, যেখানে স্পষ্টতই নির্দিষ্ট করে দেওয়া হবে যে এটা বাস্তব খবর নয়। এ ধরনের ফিডব্যাক পেয়েই আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি।
মূল খবরকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনকারী বিশ্বের অন্যতম স্যাটায়ারধর্মী সংবাদ পরিবেশক সাইট হলো দ্য অনিয়ন, দ্য ডেইলি কারেন্ট ইত্যাদি।