অসদাচরণের দায়ে
দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ. কে. এম. ইশতিয়াক হুসাইনকে বাধ্যতামূলক অবসর
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১:২২ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
অসদাচরণের দায়ে খুলনার সাবেক জেলা জজ ও বর্তমানে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ. কে. এম. ইশতিয়াক হুসাইনকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে।
সোমবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল শাহীন সাংবাদিকদের বলেন, অসদাচরণের অভিযোগে বিচারক ইশতিয়াক হুসাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত আইন সচিব আবু সালেহ শেখ মুহাম্মদ জহিরুল হক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩)(বি) বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে ইশতিয়াককে বাধ্যতামূলক অবসর দেয়া হলো। তার বিরুদ্ধে বিধি মোতাবেক সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে একই অভিযোগে গত ২৪ আগস্ট চুয়াডাঙ্গার সাবেক যুগ্ম জেলা জজ সালাউদ্দিন মো. আকরামকে বাধ্যতামূলক অবসরে পাঠনো হয়।