কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়ার একাংশে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১১:৪১ পূর্বাহ্ণ
জয়নাল আবেদীন ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন পাহাড়ি এলাকায় বিদ্যুৎ লাইনে ক্রুটি দেখা দিলে আজ ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার একাংশের ৩৪ হাজার গ্রাহক চরম ভোগান্তির শিকার হন। পরে এ লাইন মেরামত করে সোমবার বেলা ৩টায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল সূত্রে জানা যায়, পিডিবির শ্রীমঙ্গলস্থ গ্রীড লাইন থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইন। আকস্মিকভাবে সকাল ১০ টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎকর্মীরা ভারী বৃষ্টি উপেক্ষা করে পাহাড়ি এলাকায় অনুসন্ধানে দেখা যায়, গভীর বনের একটি স্থানে পাহাড়ি গাছের লতা বৈদ্যুতিক লাইনের ইন্সুলেটরের উপর পেঁচিয়ে আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তারের ইন্সুলেটর থেকে পাহাড়ি গাছের লতা সরিয়ে ৫ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তাই কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার একাংশের ৩৪ হাজার বিদ্যুৎ গ্রাহক ভোগান্তিতে পড়েন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জিএম ও কমলগঞ্জ জোনালের ডিজিএম প্রকৌশলী হাসনাত হাসান বলেন, পাহাড়ি এলাকা দিয়ে ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইন প্রবাহিত হওয়ায় প্রায়ই নানা সমস্যায় পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ জন্য বিদ্যুৎ গ্রাহকরা সবসময় ভোগান্তিতে পড়ছেন।