আফগানিস্তানে এএনএসএফ এর সেনা অভিযান: ৫১ তালেবান সদস্য নিহত
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১১:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আফগানিস্তানজুড়ে সেনা অভিযানে জঙ্গি সংগঠন তালেবানের ৫১ সদস্য নিহত হয়েছেন। শনিবার এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনএসএফ) কান্দাহার, জাবুল, লোগার, গজনি এবং হেলমান্দে ২৪ ঘণ্টার জঙ্গিবিরোধী অভিযান চালায়। অভিযানে সশস্ত্র ৫১ তালেবান সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩২ জন। এ ছাড়া আরো ৫ জনকে গ্রেফতার করেছে এএনএসএফ।
নিরাপত্তা বাহিনী হালকা ও ভারী আগ্নেয়াস্ত্রে ব্যবহারযোগ্য গুলিও উদ্ধার করেছে। তবে এ অভিযানে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা সম্ভব হয়নি।