ছাতক প্রেসক্লাবে আবারও বিরোধ
একপক্ষের নির্বাচন সম্পন্ন অপর পক্ষের শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১১:০২ পূর্বাহ্ণ
ছাতক সংবাদদাতা ::
ছাতক প্রেসক্লাব নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। নিবার্চনকে সামনে রেখে সম্প্রতি এ দ্বন্দ্ব দেখা দেয়। এ অবস্থায় গতকাল ২১ সেপ্টম্বর রোববার দুপুরে ছাতক পাবলিক মিলনায়তনে এক পক্ষ ‘ছাতক প্রেসক্লাব’ নামে নতুন কমিটি ঘোষণা করে। অপর পক্ষ ছাতক প্রেসক্লাবের স্বাভাবিক পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগে থানায় জিডি করেছেন।
গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে ও ছাতক প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও সাবেক সহ-সম্পাদক শাহ মো. আখতারুজ্জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা সভায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, ছাতক পৌরসভার প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া প্রমুখ। পরে পর্বে কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি ঘোষণা করেন আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। এতে সৈয়দ হারুন-অর-রশীদকে সভাপতি ও আব্দুল আলিমকে সাধারক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ছাতক প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক শাহ মো. আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, দপ্তর সম্পাদক বিজয় দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন জ্যোতি তপু, কার্য নির্বাহী সদস্য রাজ উদ্দিন, হামিদুর রহমান বাবলু ও কৃপেশ চন্দ।
এদিকে গতকাল ছাতকে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ছাতক প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন পূর্ব নির্ধারিত ২৬ সেপ্টেম্বর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনী প্রক্রিয়া ও সার্বিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত কয়েকজন দায়িত্বশীল সদস্য আইন-শৃংখলা ও নিজস্ব সামাজিক সংকটজনিত কারণে বিপর্যস্ত অবস্থায় প্রেসক্লাবকে ব্যবহারের অসৎ চিন্তায় ব্যক্তিস্বার্থে জটিলতা সৃষ্টির পায়তারা করছেন। দূরভিসন্ধি ও ব্যক্তিক স্বার্থ দ্বারা তাড়িত প্রেসক্লাবের ৪সদস্য কর্তৃক প্রেসক্লাবের নামে নতুন কোন কমিটি ঘোষণা করে ছাতক প্রেসক্লাবের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার আশঙ্কায় ২০সেপ্টেম্বর ছাতক থানায় একটি জিডি (নং-৯২৯) দায়ের করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি। জিডিতে উল্লেখ করা হয়, মনগড়াভাবে প্রেসক্লাব সভাপতিকে দোষারোপ করে ইতিমধ্যেই ৪জন দায়িত্বশীল প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মিথ্যা অভিযোগ উত্থাপন করে পদত্যাগপত্র দাখিল করেন। প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সাথে নিজেরা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত থেকে হঠাৎ করে কমিটির মেয়াদ উত্তির্ণ বলে নিজেদের সম্পৃক্ত থাকা অসমিচিন বলে প্রকাশ করেন- যা স্ব-বিরোধী ও আত্মঘাতী। ১৬ সেপ্টেম্বর প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির সভায় ঐক্যবদ্ধ সার্বজনীন মতামতের ভিত্তিতে তাদের পদত্যাগপত্র গ্রহন করে একই তারিখে তাদের স্থলে নতুন সদস্যদের স্থলাভিষিক্ত করা হয়।