জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা
খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১০:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই মামলা সাক্ষীদের পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। সোমবার রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতের বিচারক বাসুদের রায় এই সাক্ষ্যগ্রহণ করেন।
এর আগে দুর্নীতির দুই মামলায় স্যাগ্রহণ পেছাতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে সময় আবেদন করেন আইনজীবীরা। এই আবেদন নামঞ্জুর করে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু করে আদালত। আজ মামলা দুইটির বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের আংশিক সাক্ষ্যগ্রহণ করা হয়।