সিরিয়ায় আসাদ অনুগত বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ৪২
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ৯:২৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিমান হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৬ শিশু রয়েছে। রবিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী এ বিমান হামলা চালায়। সোমবার মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে জানানো হয়, রবিবার বিকেল ও সন্ধ্যায় দেশটির ইদলিব প্রদেশের সারাকিব শহরে বিমান হামলায় ছয় শিশুসহ ১৯ জন নিহত হয়। এ ছাড়া ইহসিম শহরে ১০ শিশুসহ ২৩ জন নিহত হয়। এ বিমান হামলায় সেখানে ধ্বংসস্তুপের সৃষ্টি হয়েছে।