রাঙামাটি আঞ্চলিক পরিষদ কার্যালয়ের সামনে গ্রেনেড বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ৯:১৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ের সামনে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলে ও আঞ্চলিক পরিষদের কার্যালয়ের সামনে থাকা প্রায় ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। সন্ত্রাসী ও দুর্নীতিকারীরা আতঙ্ক সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার বিশেষ সহকারী বরুন চাকমা।
তিনি জানান, যারা পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির বাস্তবায়ন চায়না তারাই এ ঘটনা ঘটাতে পারে। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি বিনষ্টকারীরা আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছেন। তদন্তের মাধ্যমে হামলাকারীদের
গ্রেফতার করে শাস্তির দাবি জানান তিনি।
এ ঘটনায় রাঙামাটি কোতয়ালি থানার এসআই আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে এটা গ্রেনেড বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর আরো নিশ্চিতভাবে জানা যাবে এ ব্যাপারে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, ভোর রাতে আঞ্চলিক পরিষদ অফিস কার্যালয়ের ভেতরে
হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাওয়া যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন গ্রেনেড বিস্ফোরণে আঞ্চলিক পরিষদের প্রাঙ্গণে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদল ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ করে। এ ঘটনায় সন্তু লারমার কোন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। সোমবার সকালে জেলা প্রশাসক মো. মোস্তফা কামালসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।