সিলেটে ছাত্রদলের মিছিলে পদবঞ্চিতদের হামলা, আহত ৫
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ৮:২২ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটি সভাপতি নুরুল আলম সিদ্দিকির সমর্থকদের মিছিলে হামলা করেছে পদবঞ্চিত নেতা রেজাউল করিম নাচনের সমর্থকরা। হামলায় ৫ ছাত্রদল কর্মী আহত হয়েছেন। এ সময় আতঙ্ক সৃষ্টি করার জন্য বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
আজ ২২ সেপ্টেম্বর সোমবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রদলের একাংশ হরতালের সমর্থনে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বর্তমান মহানগর কমিটির সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ গ্রুপের ছাত্রদল কর্মীরা সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে। এসময় কমিটির সাবেক সদস্য পদবঞ্চিত বিদ্রোহী গ্রুপ রেজাউল করিম নাচনের সমর্থকরা মিছিলের ওপর হামলা চালায়। এতে ৫ জন আহত হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে।