কুলাউড়ার চাতালপুর সীমান্তে
পাচারকালে ১০ লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ৭:৩৪ পূর্বাহ্ণ
কুলাউড়া সংবাদদাতা ::
কুলাউড়ার চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়ি সংলগ্ন মনু নদী থেকে ৩শ’ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টায় মনু নদীর পানিতে ভেসে আসা কলা গাছের ভেলার তলদেশ থেকে এসব চোরাই সেগুন কাঠ উদ্ধার করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত একটায় বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মো. হযরত আলীর নেতৃত্বে মনু নদীর বিভিন্ন স্থানে অভিযানা চালানো হয়। অভিযানকালে শনিবার সকাল ৮টায় মনু নদীতে ভেসে আসা কলা গাছের ভেলা তল্লাশি করে ভেলার নিচে বাঁধা ১২ ফুট লম্বা আকারের সেগুন গাছের ৩০টি খ- উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তিশ টুকরো কাঠে প্রায় ৩শ’ ঘনফুট সেগুন কাঠের বাজার মূল্য ১০ লক্ষ টাকা হবে বলে বিজিবি সূত্র জানায়।
শ্রীমঙ্গলস্থ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান, নদী পথে ভারতীয় চোরাই সেগুন গাছ পাচারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে রাত থেকেই অভিযানে কলা গাছের ভেলার নিচ থেকে এসব সেগুন গাছের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সেগুন গাছ জব্দ দেখিয়ে এ ব্যাপারে চোরাচালান দমন আইনে একটি মামলা হবে বলে তিনি জানান।