কমলগঞ্জ পৌর এলাকার সড়কের বেহাল অবস্থা
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ৫:৫০ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার বড়গাছ-নছরতপুর সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাকন্দে ভরে চলাচলের অনুপোগি হয়ে পড়েছে।
সরজমিন দেখা যায, রাস্তার বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে ৯ ফুট প্রস্থ রাস্তা এখন মাত্র ১ ফুটে পরিণত হয়েছে! অল্প বৃষ্টিতেই গর্তে পানি জমে আমির মিয়ার বাড়ি সামনের ও বড়গাছ মসজিদ সংলগ্ন অংশের করুণ অবস্থা সৃষ্টি হয়। রাস্তা দিয়ে রিক্সা, ছোট গাড়ি চলাচলে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। অসুবিধায় পড়তে হচ্ছে পৌর এলাকাবাসী। তবে তা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলার বা পৌর কর্তৃপক্ষের আজও নজর পড়েনি।
এলাকাবাসী একাধিক অভিযোগের পরও এ রাস্তাটি পৌর কৃর্তপক্ষ সংস্কার না করে এ ওয়ার্ডের শাহীন মেম্বারের বাড়ি সম্মুখের চলাচলের উপযোগি রাস্তাটি সংস্কার করছে। এলাকাবাসী অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবী জানিয়েছেন।