২০ দলের ঢিমেতালে হরতাল চলছে
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ৫:২০ পূর্বাহ্ণ
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ভাবে চলছে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।
একটি যুদ্ধাপরাধ মামলার আপিলের রায়ের প্রতিবাদে বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর দ্বিতীয় দফার ২৪ ঘণ্টা হরতাল শেষে সোমবার ভোর ৬টা থেকে শুরু হয় ২০ দলের এই কর্মসূচি। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে খিঁলগাও, মগবাজার, ডেমরা ও রায়েরবাগসহ রাজধানীর কয়েকটি এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে হরতাল সমর্থকরা। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল সাড়ে ৬টার দিকে টিএসসি এলাকায় ছাত্রদল মিছিলের চেষ্টা করে। ওই সময় তাদের ধাওয়া দিয়ে পুলিশ তিনজনকে আটক করে বলে শাহবাগের পরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন জানান।
শিবিরকর্মীরা মগবাজারে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
গত শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে জামায়াতে ইসলামী তাদের দলের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে দু’দফায় গত বৃহস্পতিবার ও রবিবার ২৪ ঘণ্টা করে হরতালের ডাক দেয়।