কোম্পানীগঞ্জ সীমান্তে সাড়ে ১৬ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১২:০১ অপরাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেট জেলার কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের এক হাজার ১৭৬ বোতল ভারতীয় মদ ও বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি-৫)। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য ১৬ লক্ষ ৬২ হাজার ৭৫০ টাকা।
২১ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার কালাইরাগ পশ্চিম মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ পশ্চিম মাঠে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় এক হাজার ৪৯ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ, ৬৯ বোতল বিয়ার ও ৪৮ বোতল এসি ব্লাক উদ্ধার করা হয়।
সিলেট এর ৫-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির হাবিলদার মো. আব্দুল হক এই অভিযানে নেতৃত্ব দেন।
উদ্ধারকৃত মাদকগুলো স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।
২১ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার কালাইরাগ পশ্চিম মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ পশ্চিম মাঠে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় এক হাজার ৪৯ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ, ৬৯ বোতল বিয়ার ও ৪৮ বোতল এসি ব্লাক উদ্ধার করা হয়।
সিলেট এর ৫-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির হাবিলদার মো. আব্দুল হক এই অভিযানে নেতৃত্ব দেন।
উদ্ধারকৃত মাদকগুলো স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।