আজ জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১১:৪৯ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ ২১ সেপ্টেম্বর রোববার সকাল ৮টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বারহাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মিসবাহ জামান একটি মামলায় আদালত কর্তৃক দণ্ডাদেশপ্রাপ্ত হলে মন্ত্রণালয়ের নির্দেশে এ বছরের ৫ মে বারহাল ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
উপ-নির্বাচনে চেয়ারম্যান জাকির আহমদ চৌধুরী আনারস, মোস্তাক আহমদ চৌধুরী জাহাজ, বুরহান উদ্দিন রনি দোয়াত কলম, আজিজুর রহমান ময়নুল তালা, মাওলানা আব্দুল হাফিজ চশমা ও আনিছুর রহমান মাসুক কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইউনিয়নে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ’৩৪ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. এমদাদুল হক বলেন, সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠু ভাবে ভোটগ্রহণের লক্ষ্যে র্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় রয়েছেন।
এছাড়া ১শ’৬৫ জন নির্বাচনী কর্মকর্তা, ১শ’৫৩ জন আনসার সদস্য, এক প্লাটুন বিজিবি, ৠাবের দুটি টিম, তিনটি মোবাইল টিম, একটি স্ট্রাইকিং ফোর্স, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমশেদ আলম বলেন, যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বারহাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মিসবাহ জামান একটি মামলায় আদালত কর্তৃক দণ্ডাদেশপ্রাপ্ত হলে মন্ত্রণালয়ের নির্দেশে এ বছরের ৫ মে বারহাল ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
উপ-নির্বাচনে চেয়ারম্যান জাকির আহমদ চৌধুরী আনারস, মোস্তাক আহমদ চৌধুরী জাহাজ, বুরহান উদ্দিন রনি দোয়াত কলম, আজিজুর রহমান ময়নুল তালা, মাওলানা আব্দুল হাফিজ চশমা ও আনিছুর রহমান মাসুক কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইউনিয়নে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ’৩৪ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. এমদাদুল হক বলেন, সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠু ভাবে ভোটগ্রহণের লক্ষ্যে র্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় রয়েছেন।
এছাড়া ১শ’৬৫ জন নির্বাচনী কর্মকর্তা, ১শ’৫৩ জন আনসার সদস্য, এক প্লাটুন বিজিবি, ৠাবের দুটি টিম, তিনটি মোবাইল টিম, একটি স্ট্রাইকিং ফোর্স, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমশেদ আলম বলেন, যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।