সুনামগঞ্জে নিজ পিতা, স্ত্রী ও কন্যাকে কুপিয়ে খুন
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১১:২৩ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
দক্ষিণ সুনামগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামে নিজের বাবা, স্ত্রী ও কন্যাকে কুপিয়ে খুন করেছেন আলফু মিয়া নামের এক ব্যক্তি। ১৯ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আলফু মিয়াকে রক্তমাখা দাসহ আটক করেছে পুলিশ। আলফু মিয়ার বাবা আলাউদ্দিন (৭০), স্ত্রী বিউটি বেগম (৩০) ও কন্যা আমিনা বেগম (২) এ নির্মম খুনের শিকার হন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে আলফু মিয়ার বসতঘর থেকে চিৎকার শুনতে পান। পরে পৌনে ১১টার দিকে প্রতিবেশীরা আলফু মিয়াকে ডাকা-ডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ রক্ত মাখা দাসহ আলফু মিয়াকে আটক করে থানায় নেয়।
আলফু মাদকাসক্ত ও মাঝে মধ্যে পাগলামি করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশ বলছে তিনি অপ্রকৃতিস্থ ছিলেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুণ অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলোর সুরত হাল তৈরির কাজ চলছে এরপর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হবে।