বিএনপি, জাপার পৃথক প্রতিনিধি দল চীনে, গেলেন এরশাদও
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১০:২২ পূর্বাহ্ণ
বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) তিনটি পৃথক প্রতিনিধি দল ভিন্ন ফ্লাইটে চীন গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১০ দিনের সফরে চীন গেছে বুধবার। জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল গতকাল শনিবার চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।
এছাড়া জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল বৃহস্পতিবার একই দেশের উদ্দেশে ঢাকা ছাড়ে।
পৃথকভাবে গেলেও তিনটি প্রতিনিধি দলই চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।
জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরশাদ শনিবার দুপুর ২টা ১০ মিনিটে এমইউ ২০৩৬ বিমানযোগে এক সপ্তাহের সফরে ‘আন্তর্জাতিক শান্তি দিবস’- এর সম্মেলনে যোগ দিতে চীন রওনা হয়েছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এরশাদ আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন। তাকে বিদায় জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ ও মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।