৬০ হাজার সিরীয় কুর্দি তুরস্কে পালিয়েছে
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১০:০৮ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক ::
ইসলামিক স্টেটের (আইএস) ভয়ে প্রায় ৬০ হাজার সিরীয় কুর্দি নাগরিক প্রতিবেশী দেশ তুরস্কে পালিয়ে গেছে। মাত্র চব্বিশ ঘণ্টায় তারা পালিয়ে যায় বলে খবরে প্রকাশ করা হয়েছে। তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুর্তুলমুস শনিবার এ তথ্য জানিয়েছেন।
আইএস জঙ্গিরা তুর্কি সীমান্তবর্তী অনেকগুলো গ্রাম দখল করে নেয়ার পর এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
সিরীয় শহর আয়ান আল আরবে (কোবানি) আইএস’র আসন্ন হামলায় ভয়ে বেসামরিক কুর্দিরা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে শুরু করলে শুক্রবার সীমান্তের ৩০ কিমি অংশ উন্মুক্ত করে দেয় তুরস্ক।
মাথায় করে সহায়সম্বল বহন করে সীমান্ত অতিক্রম করা এসব শরণার্থীর নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে তুর্কি সেনা সদস্যরা।