২ অক্টোবরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৪, ৯:৫৬ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট ::
কোরবানির ঈদ ও দুর্গাপূজা সামনে রেখে দেশের সব পোশাক কারখানায় ২৮ সেপ্টেম্বরের মধ্যে উৎসব ভাতা এবং ২ অক্টোবরের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধ করতে বলেছে শ্রম মন্ত্রণালয়। ২১ সেপ্টেম্বর রবিবার সচিবালয়ে গার্মেন্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরকারের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’র সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, ঈদ ও পূজা উপলক্ষে শ্রমিকরা যাতে সঠিক সময়ে বেতন-ভাতা পান, সে বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছেন। শ্রমিকরা যাতে বেতন-বোনাস নিতে গিয়ে হয়রানির শিকার না হন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা ও ব্যাংকগুলোকে গার্মেন্টস মালিকদের সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।