শ্রীমঙ্গলে বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৪, ৯:৩০ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শিক্ষা দেশের একটি বড় সম্পদ। শেখ হাসিনার সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নতুন নতুন স্কুলের অনুমোদন দিচ্ছে। তিনি আরও বলেন, শুধু স্কুল বৃদ্ধি করলে হবে না। শিক্ষার্থীদের পড়াশুনার দিকেও গুরুত্ব দিতে হবে।
২১ সেপ্টেম্বর রোববার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সেন্ট মার্থাস স্কুলের মাধ্যমিক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী এড. প্রমোদ মানকিন এমপি । মন্ত্রী আরো বলেন, শুধু স্কুল প্রতিষ্ঠা করলেই হবে না সেই স্কুলকে একটি ভালো স্কুল হিসেবে গড়ে তুলতে হবে আর এই ভালো স্কুল থেকে যারা লেখা পড়া করে বের হবে তারা দেশের কল্যান বয়ে আনবে। আজকে এই স্কুলের মাধ্যমিক শাখা চালুর অনুমোদন তারই একটি অংশ।
খ্রীষ্টান মিশনারীর সিলেট ধর্ম প্রদেশের বিশপ বিজয় এনডি ক্রুজ ও এম আই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ফাদার ডমেনিক সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী মাগ্রেট। পরে স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।