কুলাউড়ায় ১০ লাখ টাকার সেগুন কাঠ আটক
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৪, ৮:৫২ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকার সেগুন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০ সেপ্টেম্বর শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত মনু নদীতে অভিযান চালিয়ে এ কাঠগুলো আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শরিফপুর এলাকার মনু নদীতে অভিযান চালায় বিজিবি। এ সময় প্রায় ২৫০ ফুট সেগুন আটক করা হয়। ৪৬ বিজিবি কোম্পানির সুবেদার মো. হজরত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।