কুলাউড়া হাসপাতালের অব্যবস্থপনায় ক্ষোভ প্রকাশ করলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৪, ৮:৩৮ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতালের বর্তমান চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক (প্রশাসন) ডা. এহতেসামুল হক চৌধুরী দুলাল। ২০ সেপ্টেম্বর শনিবার কুলাউড়া হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আলাউদ্দিন আল আজাদ এ সময় কোন সদুত্তর দিতে পারেননি। তাছাড়া কর্তব্যরত ডাক্তারদের এপ্রোন, নেমপ্লেট (ব্যাজ) ধারণ না করার সকলকে সতর্ক করেন। নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশগ্রহণকারী একজন ডাক্তার জানান, বৈঠকে স্বাস্থ্য বিভাগের পরিচালক কর্তব্যরত ডাক্তারদের সঠিক সময় অনুসরণ করে দায়িত্ব পালন এবং হাসপাতালের ঔষধ সরবরাহ যাতে নিশ্চিত করা হয়, এ ব্যাপারে সতর্ক করেন।