মাঠে নেই জামায়াত
আজ জামায়াতের, কাল ২০ দলের হরতাল
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৪, ৮:২৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে দেয়াসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে কাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের এক বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর বিএনপি নেতৃত্বাধীন জোটের এটাই প্রথম হরতাল। বর্তমান সরকার আমলে প্রথম হরতাল ডেকেছিল আহলে সুন্নাত ওয়াল জামায়াত। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের বিচারে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে আজ জামায়াতে ইসলামীর হরতাল।
গতকাল শনিবার আহূত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নিজেদের অবৈধ ও অনৈতিক ক্ষমতা দীর্ঘস্থায়ী করার হীন উদ্দেশ্যে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে অর্পণ করেছে। এ সংশোধনীর মাধ্যমে বিচার ব্যবস্থা একটি দলের, আওয়ামী লীগের অধীনে চলে গেল। ফলে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।
তার মতে, জিয়াউর রহমান বিচার বিভাগ স্বাধীন করার লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন, যা এত দিন পর্যন্ত বলবৎ ছিল। এ ব্যবস্থায় কোনো পক্ষ থেকে আপত্তি বা বিতর্ক ওঠেনি।
সাংবাদিকদের তিনি আরো বলেন, দেশের বরেণ্য সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, রাজনৈতিক নেতাদের কেউই এ সংশোধনীকে সমর্থন করেননি। ২০ দলীয় জোটের পক্ষ থেকে এর আগে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এ সংশোধনী মেনে নিতে পারে না। ২০ দলের পক্ষ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে আমরা এ সংশোধনীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ সংশোধনী বাতিলের দাবিতে ২২ সেপ্টেম্বর রোজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আবার উল্লেখ করতে চাই, এ হরতাল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পালনের জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’
হজযাত্রীদের যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে এবং খাবার হোটেল, ওষুধের দোকান, ফায়ার ব্রিগেট, অ্যাম্বুলেন্স, সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের যাতায়াতে ব্যবহৃত যানবাহন এবং মরদেহ বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।