সোমবার সকাল-সন্ধ্যা ২০ দলের হরতাল
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১:২২ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট।
গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ (শনিবার) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। তিনি জানান, বিচারপতিদের অপসারণ মতায় সংসদে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে এ হরতাল হবে।
দুপুরে নয়াপল্টনে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের মাধ্যমে হরতালের বিষয়টি চূড়ান্ত হয়। সেখান থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসে মির্জা ফখরুল এ হরতালের ঘোষণা দেন।