তালামীযের কেন্দ্রীয় সেক্রেটারী ফখরুল ইসলাম
ক্যাম্পাসে নয় পাঠ্য পুস্তকের পাতায় আধিপত্য বিস্তার করতে হবে
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১০:২৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বলেন, দেশ ও জাতি আজ কঠিন সময় পার করছে। সর্বত্র বিরাজ করছে অস্থিরতা। দেশের রাজনৈতিক অবস্থা এখন করুণ। বর্তমানে আমাদের কলেজ ক্যাম্পাসগুলোতে তথাকথিত ছাত্রনামধারী মাস্তানেরা অস্ত্রের মহড়া দিচ্ছে। কলেজ ভার্সিটিগুলো আজ অস্ত্রের ঝনঝনানিতে প্রকম্পিত। এসব অছাত্ররা ক্যাম্পাসে ত্রাসের রাজনীতি কায়েম করে পড়াশুনার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। কিন্তু তালামীয কখনো ক্যাম্পাস দখলের রাজনীতি করেনি। তালামীয সব সময় ছাত্রদেরকে মেধার লালন ও উন্নত চরিত্র গঠনের পথে আহবান করছে। তালামীযের রাজনীতি ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নয় বরং তালামীযের রাজনীতি হচ্ছে পাঠ্যপুস্তকের পাতায় আধিপত্য বিস্তারের জন্য। তালামীয কর্মীরা সবসময় সত্য ও সঠিক পথে, শান্তির পথে রাজনীতি করতে ছাত্রদেরকে আহ্বান জানায়।
তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সরকারি কলেজ শাখার আয়োজনে ২০ সেপ্টেম্বর কলেজস্থ শহীদ জিয়া অডিটোরিয়ামে একাদশ শ্রেণীর নবীন ছাত্রদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, তালামীযের কেন্দ্রীয় অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, মৌলভীবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মুজিবুর রহমান, রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক রফি উদ্দিন নিজাম, গণিত বিভাগের প্রধান সৈয়দ মহসিন আহমদ, বিএনএসবি চক্ষু হাসপাতালের কাউন্সিলর বুরহান উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে হাফিয আলাউর রহমান টিপু বলেন, একটি আদর্শবাদী সংগঠনের একজন খাদিম হিসাবে এ উপজেলার মানুষ আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। আমি মানুষের এই প্রত্যাশা ও ভরসার জায়গাকে সঠিকভাবে সত্যপথে কাজে লাগাতে চেষ্টা করছি। আমি বিশ্বাস করি আপনাদের মধ্য থেকেও এই আদর্শ সংগঠনের হাত ধরে সমাজে নেতৃত্ব দেয়ার লোক বেরিয়ে আসবে।
তালামীযের মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি সাজিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও সহসভাপতি শফিউল আলম জুবেল ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর জেলা সহসাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি হাফিয কাউছার আহমদ, সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান, সাবেক জেলা সভাপতি এম. ফয়জুল ইসলাম, শফিকুল আলম সুহেল, তালামীযের জেলা সাংগঠনিক সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ, প্রচার সম্পাদক মুসলেহ উদ্দিন সাইফুল্লাহ, শহর তালামীযের সভাপতি মুজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক আবু জাফর রিপন, সদর উপজেলা সভাপতি রাজন আহমদ, সাধারণ সম্পাদক রুহুল আমীন প্রমুখ।