এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ আজ জাপানের মুখোমুখি
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৭:৫৬ পূর্বাহ্ণ
র্যাঙ্কিএ বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে জাপান। তার ওপর বাংলাদেশ দলের খেলোয়াড়রা এখনো ভ্রমণজনিত ক্লান্তি কাটিয়ে উঠতে পারেননি। এ অবস্থায় এশিয়ান গেমস হকিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে লাল-সবুজ জার্সিধারীরা।
শক্তির নিক্তিতে ‘এ’ গ্রুপে থাকা পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ। লক্ষ্য তাই নিজেদের অবস্থানটা যতটা সম্ভব ভদ্রস্থ করা। তবে দেশ ছাড়ার আগে পাঁচ কিংবা ছয় নম্বরে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের কোচ। এখন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সংযোগ ঘটাতে হলে অঘটনই শেষ মন্ত্র। জাপানের বিপক্ষে সে মন্ত্র জপেই টার্ফে নামছে বাংলাদেশ দল। ‘গ্রুপে আমাদের প্রথম টার্গেট জাপান, দ্বিতীয় মালয়েশিয়া ও তৃতীয় সিঙ্গাপুর। ধাপে ধাপে প্রতি ম্যাচে আমরা লড়াকু মনোভাবের পরিচয় দিতে চাই। এটাই আমার দলের গেমসের প্রধান লক্ষ্য।’— প্রথম ম্যাচের আগে বলেছেন বাংলাদেশ কোচ নাভিদ আলম। এশিয়া তো বটেই, বিশ্ব হকির অন্যতম পরাশক্তি স্বাগতিক দক্ষিণ কোরিয়া। পরাক্রমশালী দলটিকে হিসাবের বাইরে রেখেই পরিকল্পনা আঁটছে বাংলাদেশ শিবির।
১০ জাতির হকি দ্বৈরথে পঞ্চম স্থানের স্বপ্ন দেখানো হলেও বাস্তবতা বলছে, প্রত্যাশা-প্রাপ্তি এক রেখায় মেলানো দুরূহ কাজ। র্যাঙ্কিয়ের গাণিতিক হিসাব তো বটেই, নাভিদ আলমের তত্ত্বাবধানে খেলা দলটির সাম্প্রতিক নৈপুণ্যও আশাবাদী হওয়ার মতো নয়। বিশ্ব র্যাঙ্কিং অনুসারে গ্রুপ লিডার দক্ষিণ কোরিয়া (৮), এর পর মালয়েশিয়া (১৩) ও জাপান (১৪)। বাংলাদেশের অবস্থান ৩০ নম্বরে। সম্প্রতি হকি ওয়ার্ল্ড লিগে ৪০ নম্বরে থাকা শ্রীলংকাকে হারাতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। এশিয়াড হকির গত আসরে অষ্টম স্থান পায় বাংলাদেশ। তার পরও শিষ্যরা আরো ভালো করবে— এমন বিশ্বাস কোচ নাভিদ আলমের। তিনি আরো বলেছেন, ‘হকি ওয়ার্ল্ড লিগে ছেলেরা যা খেলেছে, তার চেয়েও ভালো করার সামর্থ্য তাদের রয়েছে।’
চুক্তি নবায়ন না হলে এশিয়ান গেমসের পরই প্রায় দেড় বছরের বাংলাদেশ অধ্যায় শেষ হবে পাকিস্তানি এ অলিম্পিয়ানের। বিদায়বেলায় নিজের সামর্থ্য প্রমাণ করার একটা তাড়নাও কাজ করছে এ কোচের মাঝে। বলেছেন, ‘এটাই আমার শেষ অ্যাসাইনম্যান্ট, যার বিষয়ে আমি খুবই যত্নবান। কেবল বাংলাদেশেই নয়, হকি বিশ্বেই আমি দায়িত্বশীলতার প্রমাণ দিতে চাই।’
২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে কৃষ্ণা কুমারের গোলে লিড নেয়ার পর জাপানের কাছে ১-৩ গোলে হারে বাংলাদেশ। এবার প্রথম ম্যাচে সেই জাপানের বিপক্ষে জয়ের জন্য সর্বস্ব উজাড় করে ঝাঁপানোর কথা জানালেন নাভিদ আলম, ‘ম্যাচে আমরা শতভাগ নয়, ২০০ ভাগ চেষ্টা করব। জয় তুলে নিতে পারলে পুরো দৃশ্যপটই পাল্টে যাবে।’ যোগ করেন, ‘জাপান ও মালয়েশিয়া শক্তিশালী দল। তবে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে নয়।’
এদিকে গেমসে আজ মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রেঞ্জে নামছেন বাংলাদেশী তিন শুটার— আরমিন আশা, আদ্রিনা ফেরদৌস ও সিনথিয়া নাজনিন। শুটিংয়ে ট্র্যাপ ইভেন্টে দেশের একমাত্র প্রতিনিধি কায়সার মিয়ার ইভেন্টও একই দিন।