আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী
বায়তুল্লাহর যিয়ারত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্ঠির উদ্দেশ্যে
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৬:৪৯ পূর্বাহ্ণ
সিলেট অফিস ::
আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, হজ্বে গমন বান্দার প্রতি আল্লাহর এক বিশেষ নেয়ামত। আল্লাহর একান্ত দয়া ছাড়া কারো পক্ষে তার বাড়ির মেহমান হওয়া সম্ভব হবে না। সুতরাং যারা আজ বায়তুল্লাহ শরীফ জেয়ারত করার সৌভাগ্য অর্জন করেছেন তাদের জেয়ারত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই।
১৯ সেপ্টেম্বর শুক্রবার সিলেটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ পূর্ববর্তী বয়ানে তিনি একথাগুলো বলেন।
সকল প্রকার দাম্ভিকতা পরিহার করার আহ্বান জানিয়ে হজ্বে গমনেচ্ছুদের উদ্দ্যেশ্যে তিনি আরো বলেন, নিজেকে গোলাম ভেবে দাম্ভিক মস্তক অবনত করে মাওলার দরবারে লাব্বায়িক বলবেন, তবেই হজ্বে মাকবুল এবং হজ্বে মাবরুর নসিব হবে।
মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী আরো বলেন, যারা হজ্বে গিয়ে মদীনায় যায়না, রাসূল (সা.) এর রওদ্বা যিয়ারত আবশ্যক মনে করেনা তাদের মত নেমকহারাম আর কেউ হতে পারে না।
এদিকে আগামী ২৪ সেপ্টেম্বর তিনি হজ্জে যাচ্ছেন। তার জন্য সকলের কাছে তিনি দুআ চেয়েছেন।