জেলা প্রশাসক বরাবর অনলাইন সাংবাদিক কল্যাণ’র জেলা কমিটির তালিকা হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৬:২২ পূর্বাহ্ণ
বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বিওএসকেইউ) চেয়ারম্যান, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাধ সংবাদ ডটকমের সম্পাদক ও প্রকাশক মো. খায়রুল আলম রফিক ১৯ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান বরাবর জেলা কমিটির তালিকা হস্তান্তর করেন ।
এ উপলক্ষে জেলা প্রশাসকের বাংলো কার্যালয়ে বিওএসকেইউ এর যুগ্ম মহাসচিব হুমায়ুন আহমেদ সৃজন, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শ.ই. সরকার জবলু, সাধারণ সম্পাদক ও অপরাধ সংবাদ ডটকমের মৌলভীবাজার ব্যুরোচীফ মশাহিদ আহমদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হককে সাথে নিয়ে জেলা প্রশাসকের সাথে এক সংক্ষিপ্ত মত বিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. কামরুল হাসান নবগঠিত মৌলভীবাজার জেলা কমিটিকে স্বাগত জানান এবং যথাসম্ভব সহযোগীতার আশ্বাস দেন।-বিজ্ঞপ্তি