রাজশাহীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৬:০১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ শনিবার সকালে নগরীর লোকনাথ স্কুল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এতে ২ পুলিশ, সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকালে নগরীর লোকনাথ স্কুল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এতে ২ পুলিশ, সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। এসময় পুলিশ অভিযান চালিয়ে শিবিরের ৫ কর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে নগরীতে মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা। বিক্ষোভ মিছিলটি রাজারহাতা লোকনাথ স্কুলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এসময় সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।
শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে। শিবিরকর্মীদের ছোড়া ইটের আঘাতে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন জাবীদ অপু ও পুলিশের ২ কনস্টেবল আহত হয়েছেন।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবদুস সোবহান জানান, সকাল সাড়ে ৮টার দিকে সোনাদীঘি মনিচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা রাজারহাতা লোকনাথ স্কুলের সামনে সমাবেশ করে। এসময় সেখানে পুলিশ উপস্থিত হলে জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ টিয়ারশেল ও ফাঁকা শর্টগানের গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ওসি জানান, সংঘর্ষে ইটের আঘাতে ২ কনস্টেবল আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ৫ জামায়াত-শিবিরকর্মীকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
এদিকে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়েছে। এ ঘটনায় নগর শিবিরের সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি নাফিস রাইয়ানসহ ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।