জাপার দু’গ্রুপের সমাবেশ ঘিরে রংপুরে ১৪৪ ধারা
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৫:৫৭ পূর্বাহ্ণ
সম্ভাব্য সংঘর্ষের আশংঙ্কায় শুক্রবার মধ্যরাত থেকে মাইকিং করে প্রশাসন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই স্থানে ১৪৪ ধারা জারি করে। এ সময়ের মধ্যে পাবলিক লাইব্রেরি মাঠ ও টাউন হল চত্ত্বরে জমায়েত নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান, রাঙ্গা ও মোস্তফা গ্রুপ যেহেতু একই স্থানে সমাবেশ ডেকেছে। তাই সংঘর্ষের আশংঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগরের নতুন কমিটির নেতৃবৃন্দ গত বৃহস্পতিবার সকাল ১১টায় এরশাদভক্তদের নিয়ে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেন। কিন্তু বৃহস্পতিবার জামায়াতের হরতালের কারণে তা পিছিয়ে আজ শনিবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে করার ঘোষণা দিয়ে নগরীতে মাইকিংসহ স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেয়।
অন্যদিকে জাপা থেকে সদ্য অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙার অনুসারী বিদায়ী জেলা জাপার যুগ্ম সম্পাদক শামসুল আলম জাতীয় পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, তারাই আগে পাবলিক লাইব্রেরি মাঠ ব্যবহারের জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছেন। তারা আজ শনিবারের পূর্ব ঘোষিত কর্মসূচি মিছিল সমাবেশ সফল করার ঘোষণা দিয়েছেন।