কেন্দ্রীয় তালামীযের সমন্বয় সভা
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৫:৩১ পূর্বাহ্ণ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় মাসিক দায়িত্বশীল সভা ও ৩১৩ দাতা সদস্যের ২য় বৎসরের চাঁদা সংগ্রহের লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভা ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা সিলেটস্থ বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ বলেন, কর্মীরাই সংগঠনের প্রাণ। কর্মীরা যত কর্মমুখর হবে সংগঠন তত সামনের দিকে এগিয়ে যাবে। এক্ষেত্রে কর্মীদেরকে কর্মমুখর করতে নেতৃবৃন্দকে আরো দায়িত্বশীল হতে হবে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের পরিচলনায় সভায় আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. শরীফ উদ্দীন, অফিস সম্পাদক মো. মুহিবুর রহমান, সহ-অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, প্রশিক্ষণ সম্পাদক ওয়ালীউর রহমান সানী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেদ্বওয়ান আহমদ চোধুরী, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল ফদ্বল মো. ত্বোহা, সিলেট মহানগরী সভাপতি হুমায়ুনুর রহমান লেখন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন, শাবি সভাপতি দুলাল আহমদ, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ রাজু, সিলেট পূর্ব জেলা সভাপতি উসমান গণী, পশ্চিম জেলা সভাপতি সুহায়ীল আহমদ তালুকদার, সুনামগঞ্জ জেলা সভাপতি মুহিবুর রহমান আখতার, সাধারণ সম্পাদক নজমুল হুদা মিসবাহ, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি আব্দুল মুহিত রাসেল ও কায়ীদ মাও. শাহীদ আহমদ প্রমুখ।