দুবাইতে আমরা ঘরর তাইনর অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৫:২৮ পূর্বাহ্ণ
প্রবাস ডেস্ক ::
সংযুক্ত আরব আমিরাতে সিলেট লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুলের কথা ও সুরে সিলেটের আঞ্চলিক ভাষার গানসহ প্যারডি গানের অডিও অ্যালবাম আমরা ঘরর তাইনর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর দুবাই মহানগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
দুবাই থেকে প্রকাশিত মাসিক মুকুল পত্রিকার সম্পাদক কবি ছড়াকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক আবদুল আজিজ সেলিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের কোষাধ্যক্ষ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাতের সভাপতি শিল্পপতি আলহাজ্ব আবদুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাতের সহ সভাপতি শাহেদ আহমদ, সিলেট যুব পরিষদের সভাপতি খলিলুর রহমান খলু, সমাজসেবী দেলওয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আফজাল সাদেকীন, তুষার মুহিব, ইউসুফ আলী প্রমুখ।
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ জবান আলী ও সৌদি প্রবাসী কমিউনিটি নেতা ফেরদৌস চৌধুরী মিঠু অ্যালবামটির স্পন্সর করায় অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানানো হয়।