সিলেটে ছাত্রদল সভাপতিসহ আটক ৮
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ২:২১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমেদসহ আট ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ। অন্যরা হলেন- ছাত্রদল কর্মী রেজুয়ান হোসেন, মমিন আহমদ চৌধুরী, জিয়াউর রহমান রুমেল, আহমেদ জাকি, মিজান আহমদ, মাসুম আহমদ। আটক অন্য ছাত্রদল কর্মীর নাম জানা যায়নি।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বোমাবাজি, আতঙ্ক সৃষ্টিসহ নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ এ বিষয়ে নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ছাত্রদলের সিলেট জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রদল কমিটিতে সাঈদ আহমেদকে সভাপতি করায় অন্যগ্রুপ ক্ষুব্ধ ছিল। কমিটি ঘোষণার পর আজ শুক্রবার সাঈদ আহমেদ সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর হাউজিং এস্টেটের বাসায় দেখা করতে যান।
এ সময় ছাত্রদলের পদবঞ্চিত অপর গ্রুপ তাকে দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত শাহরিয়ার চৌধুরীর বাসায় অবরুদ্ধ করে রাখেন। পরে তিনি ডা. শাহরিয়ারের বাসা থেকে বের হয়ে আসলে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই রোডে তার গ্রুপের সঙ্গে পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে সন্ধ্যায় পুলিশ তাদের আটক করে।