জেএমবি’র ভারপ্রাপ্ত প্রধানসহ ৭ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১:৪১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের গোয়েন্দা পুলিশ জানিয়েছে তারা রাজধানী ঢাকার তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন- জেএমবি’র ভারপ্রাপ্ত প্রধান আব্দুল্লাহ আল তাসনিমসহ সাতজন সদস্যকে গ্রেফতার করেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় জেএমবি সদস্যদের কাছ থেকে ১০ কেজি জেল মিশ্রিত রাসায়নিক, চারটি পিতলের মূর্তি ও জেহাদি বই উদ্ধার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন, জেএমবির সদস্যরা নাশকতার পরিকল্পনা করছিল বলে তারা জানতে পেরেছেন।
এমনকি এরই মধ্যে জেএমবি সদস্যরা ইসলামিক স্টেট বা আইএসের জঙ্গীদের সাথে যোগাযোগের চেষ্টা করেছে বলেও জানান মনিরুল ইসলাম। সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানিয়েছেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যরা স্বীকার করেছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা ছিল তাঁদের। সদস্যদের লক্ষ্য ছিল, এই হামলা করা হলে ঝিমিয়ে পড়া জেএমবির মনোবল চাঙা হবে”।
আজই সন্ত্রাস দমন আইনে ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তুরাগ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এদেরকে আদালতে সোপর্দ করে দশদিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।