একযুগ পর ছাত্রদলের সিলেট জেলা, মহানগর কমিটি
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১:০৯ অপরাহ্ণ
২০০২ সালে গঠিত এই দুটি কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০১০ সালে কেন্দ্র থেকে উভয় কমিটি স্থগিত করা হয়
দীর্ঘ একযুগ পর ছাত্রদলের সিলেট জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার আটজন করে নেতার নাম ঘোষণার মধ্য দিয়ে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব নতুন দুটি কমিটি অনুমোদন করেছেন।
২০০২ সালে গঠিত এই দুটি কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০১০ সালে কেন্দ্র থেকে উভয় কমিটি স্থগিত করা হয়। এরপর চার বছর দুই কমিটির কার্যক্রম বন্ধ ছিল।
সিলেট মহানগর কমিটির সভাপতি পদে নূরুল আলম সিদ্দিকী খালেদ ও সাধারণ সম্পাদক পদে আবু সালেহ মোহাম্মদ লোকমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহানগর কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাহফুজ করিম জেহিন, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল শাহ, আজিজ হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন।
অন্যদিকে, ছাত্রদলের জেলা কমিটিতে সভাপতি পদে সাঈদ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে রাহাত চৌধুরী মুন্নার নাম ঘোষণা করা হয়েছে। এ কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজ, সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, মিজানুর রহমান নেসার এবং সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন পান্না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি এবং সম্মেলনের মাধ্যমে অধীনস্থ সব সাংগঠনিক কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে।