সাঈদীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড প্রত্যাহার করায় স্বাগত জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১২:৫৬ অপরাহ্ণ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) অন্যান্য নিরাপত্তা সংস্থার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিশেষ খসড়া প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্ট
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড প্রত্যাহার করায় স্বাগত জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি অনেক আগে থেকেই প্রত্যাহারের আহবান জানিয়ে আসছিল ইউরোপীয় পার্লামেন্ট।
ইপি দাবি করেছে, এই রায়ের মাধ্যমে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল।
বৃহস্পতিবার সংস্থাটি বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে পাঁচ পৃষ্ঠার একটি খসড়া প্রকাশ করে। এতে র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করা হয়। এ ছাড়া গুমসহ নানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীনভাবে তদন্ত করারও আহ্বান জানায় ইপি।
একইসঙ্গে বাংলাদেশ সরকারকে আবারও সম্পূর্ণ স্বাধীন মানবাধিকার গঠনের আহ্বান করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) অন্যান্য নিরাপত্তা সংস্থার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিশেষ খসড়া প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। ইপির মতে এ ধরনের হত্যাকাণ্ডে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাই র্যাবকে দায়মুক্তি না দিতে ইপি একটি বিশেষ খসড়া প্রস্তাব পাস করেছে।