কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১২:০৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক :
সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী যতই ধর্মের আলখেল্লা পরিধান করুক না কেন আদালতের রায় প্রমাণ করলো সে একজন খুনি এবং যুদ্ধাপরাধী।
১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, একজন প্রমাণিত যুদ্ধাপরাধীর মুক্তি দাবিই প্রমাণ করলো জামায়াতে ইসলামী একটি যুদ্ধাপরাধী দল, তাই এ দলটিকে নিষিদ্ধ করাই বাঞ্ছনীয়। এ সময় উপস্থিত ছিলেন : জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ।