ব্রিটেনের পথে এশিয়ার টাইগার
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১১:৫৭ পূর্বাহ্ণ
এশিয়ার কুখ্যাত ‘টাইগার মশা’ বংশবিস্তার করতে করতে ক্রমশ ব্রিটেনের দিকে এগুচ্ছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য অধিদপ্তর। ব্রিটেনের দক্ষিণের সীমান্তবর্তী এলাকাগুলোতে এই মশার উৎপাত বাড়ছে বলেও জানা যায়।
ব্রিটেনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ‘ভয়ংকর এই মশা ইতোমধ্যেই ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরেছে। আর এই মশার সঙ্গে সঙ্গে ছড়াচ্ছে নানান ধরনের রোগ। মস্তিস্কে প্রদাহসহ শরীরের বিভিন্ন অংশে ব্যথা ইত্যাদি রোগের সৃষ্টি হয় এই মশার কারণে। মূলত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে এই মশার উৎপাত বাড়ার সম্পর্ক রয়েছে।’
এশিয়াতে এই মশার আক্রমনে ইতোমধ্যেই অনেক স্থানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছেন। ব্রিটেনে একবার এই জ্বর ঢুকে পরলে ব্রিটেনবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্রিটেনের জনস্বাস্থ্য বিষয়ক চিকিৎসক জলঅন মেডলক জানান, ‘আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছি। দক্ষিণাঞ্চলেই মূলত এই মশার উৎপাত শুরু হয়েছে। আর একবার যদি ডেঙ্গু কিংবা চিকুঙগুয়া রোগ প্রভাব বিস্তান করতে শুরু করে তাহলে তা মহামারী আকার ধারণ করতে পারে। কারণ এশিয়ার কাছে যা পরিচিত তা ইউরোপের কাছে পুরোপুরি অপরিচিত। আর এই অবস্থার মোকাবেলা করার জন্য আমরা ইতোমধ্যেই কিছু প্রকল্প হাতে নিয়েছি। তবে আমাদের জন্য কষ্টকর বিষয় হলো, ঠিক কত প্রজাতির মশা ব্রিটেনের দিকে আসছে এবং তাদের আগমনের সম্ভ্যাব্য রাস্তাগুলো কি তার কিছুই আমরা জানি না। টাইগার মশা অন্য মশা-মাছির থেকে ভিন্ন আচরণ করে। এরা চরম প্রতিকূল অবস্থাতেও টিকে থাকতে পারে। যেমন ধরুন আপনার বাড়ির সবচেয়ে অবহেলিত জায়গার কোনো একটি টায়ারের মধ্যেও নির্বিঘ্নে লুকিয়ে থাকতে পারে এই মশক বাহিনী।’
ইউরোপের দক্ষিণাঞ্চলে ইতোমধ্যেই টাইগার মশা মরণকামড় বসাতে শুরু করে দিয়েছে। ইতালিসহ কয়েকটি দেশে টাইগার মশার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য বিশেষ দপ্তরও খোলা হয়েছে। অন্য মশারা সাধারণত রাতের অন্ধকারে কামড়ায়, কিন্তু টাইগার মশা দিনের বেলা কামড়ায়। আর এটাই মূলত ইউরোপবাসীর জন্য সবচেয়ে দুশ্চিন্তার।