কে এম শফিউল্লাহ সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়াম্যান
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটি প্রকাশের পর আওয়ামী লীগের তীব্র সমালোচনার মধ্যে পড়েন তিনি।
সেক্টর কমান্ডার্স ফোরামের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ।
শুক্রবার দুপুরে সেক্টর কমান্ডার্স ফোরামের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফোরামের অফিস ইনচার্জ মুক্তিযোদ্ধা আবু সাঈদ এ তথ্য জানিয়েছেন।
আবু সাঈদ জানান, শুক্রবার সকাল ১০টায় সেক্টর কমান্ডার্স ফোরামের বৈঠক শুরু হয়ে দুপুরে শেষ হয়। বৈঠকে ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীবসহ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে পদত্যাগ করেন সংগঠনটির চেয়ারম্যান এ কে খন্দকার।
এ কে খন্দকার ছিলেন মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি এবং আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী। সম্প্রতি তার লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটি প্রকাশের পর আওয়ামী লীগের তীব্র সমালোচনার মধ্যে পড়েন তিনি। এক পর্যায়ে সেক্টর কমান্ডার্স ফোরামের ভেতর থেকেও সমালোচনা করা হয়। আওয়ামী লীগের অনেক নেতাই বইটি বাজেয়াপ্ত করে খন্দকারের শাস্তির দাবি জানান। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের এ দাবির বিরোধিতা করেন।